এই কুয়াশাকে সঙ্গে নিয়ে মিলিয়ে গেল যারা,
কুয়াশাতে মিলিয়ে গেল যারা, তাদের রাস্তার জোগান দিতে গিয়ে, পাহাড়ে বৃষ্টির মাঝে স্যাঁতসেঁতে হয়ে যাওয়া রাস্তার মতো রয়ে গেলাম আমি। দীর্ঘদিনের জল জমতে জমতে শ্যাওলা পড়েছে সেই রাস্তায়, আলোর আবঝা নিশানটুকু দেখা গেলেও কুয়াশায় তার রং ঘোলাটে হয়ে আসছে। এইটুকু যা বেঁচে গেল তা হল ঘন হয়ে আসা কুয়াশার দিকে যাওয়ার মতো সিঁড়ি, বৃষ্টিতে গাছেরা ঢেকে রাখে তাকে , সরু ডাল জন্মেছে সেই গাছেদের গায়ে। অন্ধকারে মনে হয় দুই হাত ছড়িয়ে দাঁড়িয়ে আছে কেউ, একসময় আরো ছড়িয়ে যাবে, চওড়া হবে হাতের দূরত্ব। আর সেই ছায়ায় ঢেকে যাবে রাস্তাটুকুও। শ্যাওলা পড়া, ভিজে রাস্তা। আসলে আমিই, বহুকাল যেখানে এসে কেউ গান গায় না আর...
'23 , Darjeeling
#darjeelingdiaries #rainyseason #roads #darkness #lights #fogs #staircase
@calcuttacacophony @darjeelingtips @mountai_lovers